জীববিজ্ঞান

জীববিজ্ঞান ২য় পত্র ঃ

প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্ন্যাস


প্রাণিবৈচিত্র ঃ পৃথিবীর সমস্ত জলচর, স্থলচর ও খেচর প্রাণীর মধ্যে যে জিনগত, প্রজাতিগত ও বাস্তুসংস্থানগত বিভিন্নতা দেখা যায় তাকে প্রাণিবৈচিত্র বলে।
প্রাণিবৈচিত্রের প্রকারভেদ ঃ
মেমোনিকঃ  বাপজি

বা = বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য,    প = প্রজাতিগত বৈচিত্র্য,    জি = জিনগত বৈচিত্র্য

প্রাণিজগতের শ্রেণিবিন্ন্যাস ঃ
                 মোট পর্ব ঃ ৩৩ টি
                     প্রধান পর্ব ঃ ৯ টি
                        গৌণ পর্ব ঃ ২৪ টি

 প্রধান পর্বসমূহ ঃ 
Porifera, Cnidaria, platyhelminthes, Nematoda, Annelida, Mollusca, Arthopoda, Echinodarmata, Chordata

প্রাণীর শ্রেণিবিন্ন্যাসের ভিত্তি ঃ

১। দেহের আকার ঃ
  • আণুবীক্ষণিক প্রাণী ঃ মাছের ফুলকার প্রোটিষ্টান জীবাণু ( Trichodina anabasi )
  • বৃহত্তর প্রাণী ঃ Cavia porcellus
২। সংগঠন মাত্রা ঃ
  • কোষীয় সংগঠন মাত্রার প্রাণী ঃ Porifera
  • টিস্যু সংগঠন মাত্রার প্রাণী ঃ Cnidaria
  •  টিস্যু-অঙ্গ সংগঠন মাত্রার প্রাণী ঃ Platyhelminthes
  • অঙ্গ-তন্ত্র সংগঠন মাত্রার প্রাণী ঃ Nematoda থেকে Chordata
৩। জীবন পদ্ধতি ঃ
  • স্বাধীনজীবী ঃ কবুতর ( Columba livia )
  • পরজীবীঃ যকৃত কৃমি ( Fasciola hepatica )
৪। ভ্রুণস্তর ঃ
  • দ্বিস্তরী প্রাণীঃ Cnidaria, Ctenophora
  • ত্রিস্তরী প্রাণীঃ Platyhelminthes থেকে Chordata
৫। প্রতিসাম্য ঃ
  • অপ্রতিসাম্যঃ Porifera
  • অরীয় প্রতিসাম্যঃ Cnidaria
  • দ্বিঅরীয় প্রতিসাম্যঃ Ctenophora, Ceoloplana 
  • দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যঃ Platyhelminthes থেকে Chordata
  • গোলীয় প্রতিসাম্যঃ Volvox, Radiolaria, Heliozoa
৬। খন্ডকায়ন ঃ
  • সমখন্ডকায়ন ঃ Anelida
  • অসমখন্ডকায়ন ঃ Arthopoda
  • খন্ডকায়নবিহীন ঃ সমুদ্র তারা, ঝিনুক
৭। অঞ্চলায়ন ঃ
৮। প্রান্তিকতা ঃ
  • অগ্র প্রান্ত ঃ প্রাণিদেহের যে প্রান্তে মস্তক থাকে
  • পশ্চাৎ প্রান্ত ঃ প্রাণিদেহের যে প্রান্ত মস্তকের বিপরীত দিকে থাকে
  • মৌখিক প্রান্ত ঃ প্রাণিদেহের যে প্রান্তে মুখ থাকে
  • পরাঙমৌখিক প্রান্ত ঃ প্রাণিদেহের যে প্রান্ত মুখের বিপরীত দিকে থাকে
৯। তল ঃ
  • মধ্যরেখীয় তল ঃ যে তল বরাবর প্রাণিদেহকে ডান ও বাম অর্ধাংশে ভাগ করা যায়
  • সম্মুখ তল ঃ যে তল বরাবর প্রাণিদেহকে পৃষ্ঠীয় ও অঙ্কীয় অর্ধাংশে ভাগ করা যায়
  • অনুপ্রস্থ তল ঃ যে তল বরাবর প্রাণিদেহকে সম্মুখ ও পশ্চাৎ অর্ধাংশে ভাগ করা যায়
১০। সিলোম ঃ
  • সিলোমবিহীন ঃ Porifera, Cnidaria, Platyhelminthes
অপ্রকৃত সিলোম ঃ Nematoda, Rotifera
  • প্রকৃত সিলোম ঃ Mollusca থেকে Chordata, Hemichordata
১১। ক্লিভেজ ঃ
১২। পুষ্টি পদ্ধতি ঃ
১৩। উপাঙ্গ ঃ
১৪। নটোকর্ড ঃ
  • ননকর্ডেট ঃ Porifera থেকে Echinodermata
  • কর্ডেট ঃ Chordata
১৫। মেরুদন্ড ঃ
১৬। পৌষ্টিকনালি ঃ
  • প্যারাজোয়া ঃ যাদের দেহে কোনো পৌষ্টিকনালি থাকে না। উদাহরণ - Porifera
  • এন্টেরোজোয়া ঃ যাদের দেহে কোনো পৌষ্টিকনালি থাকে। উদাহরণ - Cnidaria থেকে Chordata
শ্রেণিবিন্ন্যাসের স্তর ঃ
  1. জগৎ
  2. পর্ব
  3. শ্রেণি
  4. বর্গ
  5. গোত্র
  6. গণ
  7. প্রজাতি
দ্বিপদ নামকরণ ঃ কোনো জীবের গণ ও প্রজাতির সম্মিলনে যে নামকরন করা হয় তাকে দ্বিপদ নামকরণ বলে।
            ** আবিষ্কারক ঃ সুইডিশ বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস ।
            ** উদাহরণ ঃ চড়ুই পাখির বৈজ্ঞানিক নাম Passer domesticus

ত্রিপদ নামকরন ঃ গণ ও প্রজাতির সাথে উপপ্রজাতিসহ কোনো জীবের যে নামকরন করা হয় তাকে ত্রিপদ নামকরণ বলে।
            **আবিষ্কারক ঃ পাখি বিজ্ঞানি স্লিগেল
            ** উদাহরণ ঃ নীলনদ এলাকার চড়ুই পাখির বৈজ্ঞানিক নাম Passer domesticus niloticus
প্রাণিজগতের প্রধান পর্বসমূহ ঃ
পর্ব-১ ঃ পরিফেরা 

অস্টিন কইলো সে নাকি আসবে না
অস্টিন = অস্টিয়া
সে = স্পঞ্জিন, স্পিকিউল, স্পঞ্জোসিল
আসবে = অসক্যুলাম
না = নালিতন্ত্র, নিশ্চল
পর্ব-২ঃ নিডারিয়া

মেসি ২০ সালে গোল দিও
মেসি = মেসোগ্লিয়া থাকে
২০ = মাত্র ২০ প্রজাতির স্বাদু পানির
সালে = সিলেন্টরন
দ = দ্বিস্তরী
ও = অরীয় প্রতিসাম্য
পর্ব-৩ ঃ প্লাটিহেলমিন্থিস

উঁচু আকাশে দ্বীপ জ্বলে

পর্ব-৪ঃ নেমাটোডা

যেই লাউ সেই কদু

পর্ব-৫ ঃ মলাস্কা

হিমুর মামারা অর্ধেক MOLLA

পর্ব-৬ ঃ অ্যানেলিডা

দাদার পরনে টি-শার্ট

পর্ব-৭ ঃ আর্থোপোডা

হিমু রূমাকে অ্যাটাক করবে

পর্ব-৮ ঃ একাইনোডারমাটা



পর্ব-৯ঃ কর্ডাটা












Post a Comment

Previous Post Next Post