
লিটল বয় (Little Boy) হচ্ছে এক ধরনের পারমাণবিক অস্ত্রের সাংকেতিক নাম যা দ্বিতীয় বিশ্ব যুদ্ধে ব্যবহৃত হয়েছিল। এটি দিয়ে ১৯৪৫ সালের ৬ আগস্ট জাপানের হিরোশিমা নগরে বিস্ফোরণ ঘটানো হয়েছিল।
- তেজস্ক্রিয় পরমাণু: ইউরেনিয়াম-235
 - ওজন: ৪০০০ কেজি
 - দৈর্ঘ্য: ৯.৮৪ ফুট
 - পরিধি: ২৮ ইঞ্চি
 - বহনকারী বিমান: B29 সুপারফোর্টেস
 - পাইলট: কর্নেল পল টিবেটস
 - বোমা পতনের সময় লাগে:৫৭ সেকেন্ড
 - বিস্ফোরণের মাত্রা: 13 কিলোটন TNT এর সমতুল্য
 
Source: Current affairs