মেডিকেল ভর্তি পরীক্ষা ইংরেজি ও সাধারণ জ্ঞান সাজেশন

মেডিকেলে ১০০ মার্কের এমসিকিউ এক্সামের ২৫ মার্ক থাকে ইংরেজী ও সাধারণ জ্ঞানের উপর। বিশ্বাস কর, হাজার হাজার স্টুডেন্ট স্বপ্নের মেডিকেল মিস করে এই জায়গায় খারাপ করার জন্য। এডমিশন কোচিং শুরুর প্রথম থেকে এগুলার গুরুত্ব কেউ দেয় না। কিন্তু শেষ বেলায় দেখা যায় সব শেষ! শুধু পড়ে আছে ইংরেজি আর সাধারণ জ্ঞান। তোমাদের বিনীত অনুরোধ থাকবে প্রথম থেকেই অল্প অল্প করে এগুলার প্রস্তুতি নিবা। রুটিনের এক পাশে এটা যেন স্থান পায়।

Parts of speech: ইংরেজী ১৫ মার্কের ৫-৭ মার্কই এখান থেকে আসে। তাহলে বুঝ এর গুরুত্ব Noun, pronoun, verb, adverb, preposition থেকে বিগত সাল গুলাতে অনেক প্রশ্ন আসছে। গত বছর preposition থেকেই ৪ টা প্রশ্ন এসেছে। সো এগুলা মোস্ট ইম্পর্টেন্ট।

Right form of verbs: এটাও অন্যতম গুরুত্বপূর্ণ টপিক। এখান থেকে গত বছর ৩ টা প্রশ্ন এসেছে।

Tense: vvi topic. গত বছর ৫ টা প্রশ্ন করা হয়েছিল এই বিষয় থেকে।

Translation: এবার এখান থেকে এক বা একাধিক প্রশ্ন হবে ইনশাআল্লাহ।

মেডিকেল প্রিপারেশনের জন্য ইংরেজির গুরুত্বপূর্ণ টপিকস্ঃ
  • Parts of speech
  • Number
  • Gerund
  • Right form of verbs
  • Tense
  • Voice and narration
  • Correction
  • Transformation
  • Translation
  • Spelling
  • Phrases and idioms
  • proverbs
  • Synonym
  • Antonym

তোমাদের প্রথম কাজ হলো আমার উল্লিখিত টপিক্স এর সিরিয়াল টা খাতায় লেখা। এরপর যেকোনো বই থেকে প্রতিটা টপিক সুন্দরভাবে প্রাক্টিস করবা। গ্রামাটিক্যাল নিয়মসহ। এভাবে সব গুলা টপিক শেষ হলে বিগত ৫-১০ বছরের মেডিকেল, বিসিএস ও ঢাকা ভার্সিটির ইংরেজি প্রশ্ন সলভ করবা ইনশাআল্লাহ সবগুলাই কমন আসবে।


সাধারণ জ্ঞান গুরুত্বপূর্ণ টপিকস্ঃ
  • মুক্তিযুদ্ধঃ ২৫শে মার্চ, সেক্টর, বীরশ্রেষ্ঠ সহ অন্য পদবী গুলা, বহির্বিশ্বে প্রচারণা, মুজিবনগর সরকার, যুদ্ধ ভিত্তিক গান ও লেখক, স্থাপনা।
  • বাংলাদেশের সেতু, নদনদী, সমুদ্র সৈকত।
  • বাংলাদেশের ক্রিকেট
  • বঙ্গবন্ধু এবং ৭ই মার্চের ভাষণ
  • জাতীয় সংসদ
  • সংবিধান
  • ছিটমহল
  • বাংলাদেশের ভাস্কর্য
  • জাতিসংঘ ও বাংলাদেশ
  • বাংলাদেশের সবচেয়ে ছোট ও বড় স্থান, নদী ইত্যাদি
  • বিখ্যাত লেখক ও তাদের লেখা
  • জাতীয় প্রতীক, পশু, পাখি ইত্যাদি বিষয়ক
  • কোম্পানির শাসন, গভর্নরের শাসন।
ইংরেজির মত সেইমভাবে উল্লিখিত টপিক গুলো লিস্ট করে লিখে এমপিথ্রি বা যেকোনো বই ফলো করে শেষ করবা। তারপর বিগত ৫-১০ বছরের মেডিকেল,বিসিএস ও ঢাকা ভার্সিটির "ডি" ইউনিটের বাংলাদেশ বিষয়ের সাধারণ জ্ঞান গুলো পড়ে নিবা। আশাকরি ম্যাক্সিমাম কমন পাবে।

বুকলিস্টঃ
ইংরেজিঃ Apex/যেকোন কোচিং-এর বই
সাধারণত জ্ঞানঃ Mp3/যেকোনো কোচিং-এর বই

বিঃদ্রঃ সাধারণ জ্ঞান অনলি বাংলাদেশ বিষয় পড়বা। ইন্টারন্যাশনাল পড়া লাগবে না।
ভালোকিছু পেতে ভালোভাবেই প্রস্তুতি নিতে হয়, পরিশ্রম করতে হয়৷ লেগে থাকো ইনশাআল্লাহ স্বপ্নের সাদা এপ্রন তোমারই হবে। শুভকামনা রইলো তোমাদের জন্য প্রিয় ভাই-বোনেরা।

Post a Comment

Previous Post Next Post